Logo

সারাদেশ

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৮:৩০

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় বিদ্যুতায়িত হয়ে মো. বাবুল হোসেন নামে পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজুল ইসলাম নামে এক ব্যক্তির বসতবাড়ি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মো. বাবুল হোসেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণপাড়া এলাকার মো. অলি উল্যাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাবুল হোসেনকে পরিত্যক্ত বসতবাড়ির পেছনে বিদ্যুতের খুঁটির গোড়ায় তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করেন।

বাবুল লালমোহন পৌরসভায় দীর্ঘদিন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। তবে কী কারণে ওই যুবক সেখানে গিয়েছিল তা জানা যায়নি।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। কোনো অভিযোগ না থাকায় ওই যুবকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এস মেজবাহ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর