Logo

সারাদেশ

চাচা-ভাতিজার কব্জায় সোনারগাঁ ‘ভূমি অফিস’

Icon

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৮:৫০

চাচা-ভাতিজার কব্জায় সোনারগাঁ ‘ভূমি অফিস’

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন ভূমি অফিসে নামজারি সংক্রান্ত এক প্রশ্নের জেরে সেবাগ্রহীতা ইমরান হোসেনকে (৩৪) মারধরের অভিযোগ উঠেছে। 

অভিযুক্ত হলেন- অফিসের দায়িত্বপ্রাপ্ত নায়েব আনোয়ার হোসেন ও তার ভাতিজা কম্পিউটার অপারেটর জুবায়ের।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে। ইমরান হোসেন নামজারিতে ভুলের কারণ জানতে ভূমি অফিসে গেলে নায়েব আনোয়ার ও তার ভাতিজা জুবায়েরের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে জুবায়ের চেয়ার ছেড়ে উঠে ইমরানের ওপর হামলা করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ওই িভডিওতে দেখা যায়, অফিসে থাকা অন্যান্য কর্মকর্তা ইমরানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাকে অফিস ত্যাগ করতে বলেন।

ভুক্তভোগী ইমরান হোসেনের অভিযোগ, তিনি ও তার পরিবারের ৯ জন সদস্যের পৃথক ঠিকানা থাকা সত্ত্বেও নামজারির কাগজে একক ঠিকানা উল্লেখ করা হয়। বিষয়টি জানতে চাওয়ায় তার ওপর হামলা চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, নায়েব আনোয়ার হোসেন নিয়মবহির্ভূতভাবে তার ভাতিজা জুবায়েরকে কম্পিউটার অপারেটর হিসেবে নিয়োগ দেন। দু’জন মিলে ভূমি অফিসে একচ্ছত্র আধিপত্য চালাচ্ছেন। নামজারি, খারিজসহ গুরুত্বপূর্ণ কাজ তাদের ইচ্ছামাফিক হয়।

অভিযুক্ত নায়েব আনোয়ার হোসেন বলেন, ‘ইমরান নামে এক ব্যক্তি উচ্চস্বরে কথা বলায় আমার ভাতিজা উত্তেজিত হয়ে পড়ে এবং আঘাত করে। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।’

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।’ 

মো. সজীব হোসেন/এমআই 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর