Logo

সারাদেশ

নিহত জসিমের পরিবারের পাশে জামায়াত, ঘর হস্তান্তর

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমাই

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:০৬

নিহত জসিমের পরিবারের পাশে জামায়াত, ঘর হস্তান্তর

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার লালমাই উপজেলার সৈয়দপুর গ্রামের নিহত জামায়াতকর্মী জসিম উদ্দিনের পরিবারকে প্রতিশ্রুতি অনুযায়ী নির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিহতের বাড়িতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে ঘরটির উদ্বোধন করেন।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিহত জসিম উদ্দিনের বাড়িতে আসেন। এ সময় নির্মিত নতুন ঘরে প্রবেশ করে নিহতের ছোট ছেলেকে কোলে নিয়ে দোয়া করেন। 

এরপর মোনাজাতের মাধ্যমে জসিম উদ্দিন ও তার পরিবারের জন্য দোয়া করে নতুন ঘরটি উদ্বোধন করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক পরওয়ার বলেন, মরহুম জসিম উদ্দিনের স্ত্রী-সন্তানকে আল্লাহ পাক কবুল করুন। যে ঘর আল্লাহ তায়ালার মেহেরবানিতে নির্মিত হয়েছে, তা দেখে ভালো লাগলো। এ ঘরকে আল্লাহ পাক কবুল করুন। সকল বালা-মুসিবত থেকে এ পরিবারকে আল্লাহ তায়ালা রক্ষা করুন। জসিম ভাই ইসলামের জন্য দ্বিনি কাজ করতে গিয়েই শহিদ হয়েছেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, নতুন বাংলাদেশ গড়তে এখন শুধু আমাদের কাজ আর কাজ। যতগুলো ভোটকেন্দ্র আছে, সেসব কেন্দ্রের অন্তত অর্ধেক মানুষের সদস্য ফরম পূরণ করতে হবে। ভুলে যাবেন না—নির্বাচন ডিসেম্বর, না হয় জানুয়ারি, না হয় ফেব্রুয়ারিতে। আলামত দেখে তাই মনে হচ্ছে। 

তিনি আরও বলেন, তাই আসলে হাতে বেশি সময় নেই। এজন্য এখনই মাঠে নামতে হবে। ঘরে ঘরে যেতে হবে। কেন্দ্র কমিটি, গ্রাম কমিটি—সব গঠন করতে হবে। এজন্য জামায়াতে ইসলামী, যুব বিভাগ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, মহিলা ও ছাত্র শাখা—সবাইকে শতভাগ কাজে লাগাতে হবে। তাহলেই আমাদের পথসভা, কর্মীসভা আর জসিম ভাইয়ের দায়িত্বপালনের সময় জীবনদান—সব কিছুই সফল হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'সুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা-১০ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইয়াছিন আরাফাত, লালমাই উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ আবদূন নূর এবং বাগমারা উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান।

উল্লেখ, গত ২১ ফেব্রুয়ারি নোয়াখালীতে যাচ্ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় জামায়াতকর্মী জসিম উদ্দিন রাস্তায় যানজট নিরসনের কাজ করছিলেন। হঠাৎ একটি বাসের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরদিন জামায়াত আমির নিহতের বাড়িতে যান। সেখানে তিনি সবার সামনে জসিম উদ্দিনের পরিবারকে একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তারই অংশ হিসেবে ঘরটি নির্মাণ করে এখন বুঝিয়ে দেওয়া হয়েছে।

মাসুদ রানা/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর