কুড়িগ্রামে চরাঞ্চলের নারী প্রশিক্ষার্থীদের সহযোগিতার আশ্বাস

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:১৭

কুড়িগ্রামে চরাঞ্চলের নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নকশীকাঁথা ও অন্যান্য হস্তশিল্পের প্রশিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৮ এপ্রিল) সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ফেডারেশন হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁঞা ও রংপুর কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক খন্দকার মো. নাহিদ হাসান।
কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম চরাঞ্চলের নারী প্রশিক্ষার্থীদের সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
ফজলুল করিম ফারাজী/ওএফ