Logo

সারাদেশ

জামায়াত আমিরের লালমনিরহাট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১৯:৪১

জামায়াত আমিরের লালমনিরহাট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শনিবার (১৯ এপ্রিল) লালমনিরহাট আসছেন। এ উপলক্ষে জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার আমির অ্যাডভোকেট আবু তাহের জেলার কালেক্টরেট মাঠে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, শনিবারের জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জনসভা উপলক্ষে তিনটি মাঠ প্রস্তুত করা হয়েছে। মূল মঞ্চ করা হয়েছে ঐতিহাসিক কালেক্টরেট মাঠে, নারীদের গিয়াস উদ্দিন মাঠে বসার জায়গা করা হয়েছে। জনসভায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে জানিয়েছেন তিনি। 

আমিরের লালমনিরহাটে প্রথম জনসভা উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি ফিরোজ হায়দার লাভলু, সাবেক জেলা জামায়াতের আমির আতাউর রহমান ও সহকারি সেক্রেটারি মো. শাহ আলমসহ অন্যান্য নেতাকর্মীরা।

ওএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর