ভারতে যাওয়ার পথে ঝিনাইদহ সীমান্তে আটক ১৫ বাংলাদেশি

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ২০:৫৮

ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) দিনের বিভিন্ন সময়ে মহেশপুর উপজেলার কুসুমপুর, বাঘাডাংগা, লাড়াইঘাট ও শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার বেদভিটা গ্রামের সসীম গোলদারের ছেলে চিরঞ্জিত গোলদার (২৬), নড়াইলের কালিয়া থানার মুহাম্মদপুর গ্রামের ইমন সিকদারের ছেলে কামাল সিকদার (৩০), গোপালগঞ্জের মকসুদপুর থানার গোপালপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে রহমান বেপারি (৫১), যশোরের ঝিকরগাছা গ্রামের বিষহরি গ্রামের জগবুন্দ ঘোষের ছেলে সুভাষ ঘোষ (৫৯), খুলনার বটিয়াঘাটা থানার ভান্ডারকোট গ্রামের আমীর মোল্লার ছেলে সেলিম মোল্লা (৫৮), যশোরের কেশবপুর থানার সন্ন্যাসগাছা গ্রামের মনোরঞ্জণ ঘোষের ছেলে পরিতোষ কুমার ঘোষ (৬০) ও চট্টগ্রামের পাহাড়তলী থানার পাহাড়তলী গ্রামের ললিতের ছেলে মো. দুলাল (৫৩)। আটকদের সঙ্গে থাকা ৫ জন নারী ও ৩ শিশু সম্পর্কে বিস্তারিত পরিচয় জানা যায়নি।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, কুসুমপুর, বাঘাডাংগা, লাড়াইঘাট ও শ্যামকুড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বুরহান উদ্দীন/এমবি