Logo

সারাদেশ

জামালপুরে হজযাত্রীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:০৯

জামালপুরে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। শনিবার (১৯ এপ্রিল) জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বক্তব্য দেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ ও জামালপুর হাজি ফাউন্ডেশনের সভাপতি হাজি মো. আব্দুর রেজ্জাক।

বক্তারা বলেন, হজ যাত্রা শুধু একটি ধর্মীয় রীতি নয়, এটি একটি প্রস্তুতির বিষয়। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে হজযাত্রীরা হজের নিয়মনীতি, আবাসন, পরিবহন, চিকিৎসা ও কুরবানিসহ গুরুত্বপূর্ণ বিষয়ের পূর্ব ধারণা লাভ করতে পারেন। 

তারা আরও বলেন, প্রশিক্ষণ ছাড়া হজে গিয়ে অনেকেই বিপাকে পড়েন। তাই সফলভাবে হজ পালনে প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, আসন্ন হজ মৌসুমে জামালপুর জেলা থেকে সরকারি ও বেসরকারিভাবে কয়েকশ যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব গমন করবেন।

মেহেদী হাসান/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর