Logo

সারাদেশ

তাড়াশে জমির আল থেকে গলাকাটা লাশ উদ্ধার

Icon

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৪:২৭

তাড়াশে জমির আল থেকে গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশে রাশিদুল হাসার (৩৬) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে তাড়াশ-রানিরহাট রাস্তার আসানবাড়ী নামক স্থানে রাস্তার পশ্চিম অংশে ফসলি জমির আল থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

রাশিদুল হাসান পৌর শহরের উলিপুর মহল্লার মৃত আব্দুল কাদের ওরফে তুফান সরকারের ছেলে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে এলাকাবাসী ওই স্থানে গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ফিরোজ আল আমিন/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর