Logo

সারাদেশ

চাঁদপুরে জেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৫:০৪

চাঁদপুরে জেলা আ.লীগের সহসভাপতি গ্রেপ্তার

নাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই রাতে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজী।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শুক্রবার (১৮ এপ্রিল) রাত ২টার দিকে শহরের মুখার্জিঘাট এলাকার নিজ বাসা থেকে ইউসুফ গাজীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। একই রাতে ওয়ার্ড যুবলীগের দুই নেতাকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, ইউসুফ গাজী ও হজু ব্যাপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। অন্যদিকে রাসেল গাজীর বিরুদ্ধে রয়েছে মাদক মামলা। গ্রেপ্তার তিনজনকেই জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর