Logo

সারাদেশ

মির্জাপুরে পশুর হাটের নিরাপত্তায় ম্যাজিস্ট্রেট-যৌথবাহিনী

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৬:০৫

মির্জাপুরে পশুর হাটের নিরাপত্তায় ম্যাজিস্ট্রেট-যৌথবাহিনী

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কাইতলা সাপ্তাহিক পশুর হাটের ইজারা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কর্মকর্তা ও যৌথবাহিনীর সদস্যরা হাট এলাকায় অবস্থান নিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) সকালে হাটে অবস্থান নেন টাঙ্গাইল জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তা এবং সেনাবাহিনীর সদস্যরা। তাঁরা স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

নতুন ইজারাদার হিসেবে মাসুদুর রহমান দারগআলী প্রথমবারের মতো হাটটি পরিচালনার দায়িত্ব নেওয়ার কথা। ইজারা পাওয়ার পর তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, হাটে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এর প্রেক্ষিতে শুক্রবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান অফিস আদেশ জারি করেন। আদেশে বলা হয়, হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

হাটে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির এবং সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, ‘হাটে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

উল্লেখ্য, আগের ইজারার মেয়াদ শেষ হলে নতুন করে ইজারা দিতে বিজ্ঞপ্তি দেয় উপজেলা প্রশাসন। এর পর মাসুদুর রহমান দারগআলী ইজারা পান। গত ১৪ এপ্রিল রাতে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান তাঁর কাছে হাটটি বুঝিয়ে দেন।

রাব্বি ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর