সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৬:১১
-680376d62e5b9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, বিদ্যুতের লোডশেডিং বন্ধ এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধার ১ নম্বর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল।
সমাবেশে বক্তব্য দেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদের জেলা সদস্যসচিব সুকুমার মোদক, সিপিবির জেলা সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, বাসদের জেলা নেতা আফরুজা বেগম ও বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা নেতা আবদুল্লাহ।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মিতা হাসান, ছাদেকুল ইসলাম মাস্টারসহ বাম জোটের অন্য নেতারা।
বক্তারা বলেন, ‘যখন সাধারণ মানুষের আয় কমছে, তখন সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা বাড়ানো জনজীবনে চরম দুর্ভোগ তৈরি করবে।’
তাঁরা বলেন, গ্যাসের দাম বাড়ালে শিল্প খাতে উৎপাদন ব্যয় বাড়বে, যা সরাসরি ভোক্তার ওপর চাপাবে। বিদ্যুৎ ও পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কাও প্রকাশ করেন তাঁরা। পাশাপাশি নিত্যপণ্যের ওপর হঠাৎ হঠাৎ ভ্যাট আরোপের সমালোচনা করেন।
বক্তারা অবিলম্বে সয়াবিন তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তাঁরা ফিলিস্তিনের নিপীড়িত মানুষের প্রতি সংহতি জানান এবং সেখানে হত্যা-নির্যাতন বন্ধে জাতিসংঘকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
আতিকুর রহমান/এআরএস