কুয়াকাটায় গৃহবধূ হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৬:১৫

ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর কুয়াকাটায় গৃহবধূ মাফিয়া বেগম (১৭) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রায় এক মাস পেরিয়ে গেলেও এখনও মামলার আসামিরা গ্রেপ্তার হয়নি। তারা অভিযোগ করেন, পুলিশ রহস্যজনকভাবে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
গত ২০ মার্চ রাতে স্বামী মেহেদী হাসান (২৩) তার স্ত্রী মাফিয়া বেগমকে গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ করেছে মাফিয়ার পরিবার। কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া গ্রামের স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। তবে মাফিয়ার পরিবার এটিকে হত্যা বললেও মেহেদীর পরিবার বলছে, এটি আত্মহত্যা।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু হানিফ বলেন, ঘটনাটি হত্যা, না আত্মহত্যা— সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
জাকারিয়া জাহিদ/এমবি