Logo

সারাদেশ

কুমিল্লায় যৌথ অভিযানে ৪ মাদক কারবারি আটক

Icon

লালমাই (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৬:২৫

কুমিল্লায় যৌথ অভিযানে ৪ মাদক কারবারি আটক

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার লালমাই উপজেলায় যৌথবাহিনীর অভিযানে চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পূর্ব অশ্বত্থতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই গ্রামের একটি বাড়িতে কিছু লোক মাদক ব্যবসা ও সেবন করে। এমন খবরে শুক্রবার রাতে যৌথবাহিনী দ্রুত অভিযান চালিয়ে সুজন, নুর নবী, আলামিন ও মানিক নামের চারজনকে হাতেনাতে আটক করে। আটককৃত চারজনের বাড়িই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন পূর্ব অশ্বত্থতলা গ্রামে।

অভিযানে ওই বাড়ি তল্লাশি করে ২১৩ পিস ইয়াবা, সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল, পাঁচটি বাটন মোবাইল, একটি বিদেশি মদের বোতল, নগদ ৪০ হাজার টাকা ও ইয়াবা সেবনের কিছু উপকরণ জব্দ করা হয়।

এ বিষয়ে লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, রাতের বেলা গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালায়। অভিযানে মাদকসহ চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে শনিবার (১৯ এপ্রিল) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মাসুম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর