Logo

সারাদেশ

নৌবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৬:৪৬

নৌবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের চকরিয়ায় নৌবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে নারীসহ দুই প্রতারককে (স্বামী-স্ত্রী) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ওয়াকি-টকি ও সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১৯ এপ্রিল) ভোররাতে চকরিয়া পৌরশহরের আনোয়ার শপিং সেন্টারের সামনে ‘স্বপ্নছোঁয়া ইভেন্ট ম্যানেজমেন্ট’ নামক একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জের তাড়াইল থানার ভাটগাঁও গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ মিজান (৩৬) ও তার স্ত্রী পটুয়াখালীর সদর থানার ঝাউতলা রোডের মৃত নাছির উদ্দিনের মেয়ে মৌসুমী বেগম ওরফে মৌ (২৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযান পরিচালনা করেন চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার এমএম রকীব উর রাজা ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। এ সময় প্রতারকদের কাছ থেকে একটি ওয়াকি-টকি সেট ও একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার দুপুরে থানায় প্রেস ব্রিফিংয়ে এএসপি রকীব উর রাজা বলেন, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে কখনও নৌবাহিনীর সদস্য, কখনও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব অপরাধের কথা স্বীকার করেছে।

ওসি মো. শফিকুল ইসলাম জানান, সর্বশেষ মিজান নিজেকে নৌবাহিনীর সৈনিক পরিচয় দিয়ে স্বপ্নছোঁয়া ফটোগ্রাফি দোকান থেকে ক্যামেরা ভাড়া নিতে আসেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় প্রতিষ্ঠানটি পুলিশকে খবর দেয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ক্যামেরা ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় প্রতারণা করেছে বলেও স্বীকার করেছে।

তিনি আরও জানান, প্রতারক চক্রের প্রধান মিজানের বিরুদ্ধে ঝিনাইদহ, রাজবাড়ি, কুষ্টিয়া, মাদারীপুর, পাবনা ও কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর