ইয়াবাসহ সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:০৯

ছবি : বাংলাদেশের খবর
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবাসহ আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) ভোররাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ও ওসি (তদন্ত) আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল লিটন খন্দকারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারের সময় লিটনের বিরুদ্ধে মাদক ব্যবসার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় একজন শিক্ষক বলেন, লিটনের মতো মানুষের জন্য এলাকার তরুণ সমাজ ধ্বংসের পথে ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাহসিকতার সঙ্গে কাজ করছে, এজন্য আমরা কৃতজ্ঞ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, লিটন খন্দকার একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বাউফল থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। নতুন করে একটি মামলা দায়ের করে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে স্বেচ্ছাসেবক দল, পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক লিটন খন্দকারকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। এর আগেও লিটনের বিরুদ্ধে একটি পেট্রোলবাহী লরি থেকে ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে।
আরিফুল ইসলাম সাগর/এমবি