Logo

সারাদেশ

সরাইলে পুকুর থেকে মাটি কাটার ড্রেজার জব্দ

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৭:৩০

সরাইলে পুকুর থেকে মাটি কাটার ড্রেজার জব্দ

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইন।

তিনি জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘন করে ওই পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ড্রেজার মেশিনসহ অপরাধের অন্যান্য আলামত জব্দ করে স্থানীয় গ্রাম পুলিশের জিম্মায় রাখা হয়। একই সঙ্গে ড্রেজার মালিককে না পাওয়ায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়মিত মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে।

রিমন খান/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর