Logo

সারাদেশ

বৃষ্টির মধ্যে বিডি ক্লিনের সাহসী উদ্যোগ

Icon

জেআই জুয়েল, বরিশাল

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৬

বৃষ্টির মধ্যে বিডি ক্লিনের সাহসী উদ্যোগ

ছবি : বাংলাদেশের খবর

কালো মেঘ, টানা বৃষ্টি, কাদা-মাটি—তবু থেমে থাকেনি বরিশালের বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা বৃষ্টি ভেজা মাঠে নেমে এসেছেন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে বরিশালের বেলেস পার্কে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভারি বৃষ্টি, কাদা-মাটি এবং সড়কের কষ্টদায়ক অবস্থার মধ্যেও শতাধিক স্বেচ্ছাসেবী শহরের পরিচ্ছন্নতায় নিবেদিত থাকে।

‘একটি ময়লাও যত্রতত্র নয়’ স্লোগান নিয়ে কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচিতে তারা শুধুমাত্র শহর পরিষ্কার করেনি বরং মানুষের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা সৃষ্টির কাজও করেছে।

কর্মসূচিতে বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা, সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ওবায়দুল হক চাঁন বলেন, ‘তরুণরা প্রমাণ করছে, দেশকে ভালোবাসা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে দেখাতে হয়। তারা আমাদের গর্ব।’

মো. হাফিজুর রহমান হীরা বলেন, ‘আমরা সাংবাদিকরা শুধু লিখে কাজ শেষ করি না, এই আন্দোলনকে ছড়িয়ে দিতে হবে যাতে প্রতিটি নাগরিক নিজের জায়গা পরিষ্কার রাখে।’

অপূর্ব অপু বলেন, ‘পরিচ্ছন্নতা শুধু বিডি ক্লিনের কাজ নয়, এটি আমাদের সবার দায়িত্ব।’

বরিশালের বেলেস পার্ক ও বৈশাখী মেলার মাঠে পরিচ্ছন্নতার কাজ চলে এবং শতাধিক স্বেচ্ছাসেবী বৃষ্টি উপেক্ষা করে মাঠে নেমে আসে। তাদের উদ্যোগে স্থানীয়রা ব্যাপকভাবে অনুপ্রাণিত হচ্ছে এবং নিজেদের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর