Logo

সারাদেশ

চীনের উপহারের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৭

চীনের উপহারের হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবি

ছবি : বাংলাদেশের খবর

চীনের বিনিয়োগে গাইবান্ধায় এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপনের দাবিতে সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে স্থানীয় সাধারণ ছাত্র ও জনতার আয়োজনে এ সভা হয়।

সংহতি সভায় বক্তব্য দেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক, বীর মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ী নেতা মাকসুদার রহমান সাহান, মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস, রওশন হাবীবসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, গাইবান্ধা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত একটি অবহেলিত জেলা। কোনো সরকারের আমলেই গাইবান্ধার টেকসই উন্নয়ন হয়নি। তারা অভিযোগ করেন, অতীতে উন্নয়নের নামে অনেক সরকার নিজেদের স্বার্থে কাজ করেছে, কিন্তু গাইবান্ধার মানুষের জন্য কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

বক্তারা আরও বলেন, চিকিৎসা সুবিধাবঞ্চিত গাইবান্ধার মানুষের জন্য ১ হাজার শয্যার হাসপাতাল অত্যন্ত প্রয়োজনীয়। চীন সরকারের প্রস্তাবিত এই হাসপাতালটি গাইবান্ধায় স্থাপনের বিষয়ে যদি আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হয়, তবে তাতে কেউ পিছু হটবে না। জেলার উন্নয়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে এই দাবিতে সকলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবেন বলে বক্তারা ঘোষণা দেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর