সাফারি পার্ক থেকে চুরি হওয়া লেমুর রাজধানীতে উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৮:২৯

ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরের ‘গাজীপুর সাফারি পার্ক’ থেকে চুরি হওয়া তিনটি দুর্লভ লেমুরের মধ্যে একটি প্রাণী ২৬ দিন পর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে রাজধানীর শ্যামবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রাণীটি উদ্ধার করে পুলিশ ও বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাণী চুরির ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হয়েছিল। এরপর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রাণীটি উদ্ধারে তৎপর হয়। তারা বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীদের সঙ্গে নিয়ে জামালপুর সদরের একটি এলাকায় অভিযান চালায়।
এ সময় দেলোয়ার হোসেন তওসীফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী ঢাকার শ্যামবাজার থেকে একটি লেমুর উদ্ধার করা হয়। এরপর প্রাণীটিকে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসা হয়।
এ প্রসঙ্গে বক্তব্য জানতে সাফারি পার্কের প্রকল্প কর্মকর্তা শামিমা আক্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সোহেল/এমবি