Logo

সারাদেশ

সেনাবাহিনীর হস্তক্ষেপে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ পণ্ড

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৫:০৪

সেনাবাহিনীর হস্তক্ষেপে মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ পণ্ড

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস (ব্যবহারিক শিক্ষা) নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে তারা সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পুলিশ চেষ্টা করেও সড়ক থেকে তাদের সরাতে পারেনি। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করেছেন। কারও কারও গায়ে হাত তোলা হয়েছে। বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন। তারা বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ ও স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার সকাল ১০টায় কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে সড়কে বাঁশ ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। এতে সড়কের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে সুনামগঞ্জ থানা পুলিশ এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। কিন্তু শিক্ষার্থীরা অবরোধ তুলতে রাজি হননি। পরে সেনাবাহিনীর সদস্যরা তাদের ওপর লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেন। এ সময় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দাবি আমরা শুনেছি। রাস্তা অবরোধ করায় আমরা বাধ্য হয়ে তাদের সড়ক থেকে সরিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে দিয়েছি। কিছুটা বলপ্রয়োগ করতে হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

মেডিকেল কলেজের অধ্যাপক মুস্তফা কামাল ভুঁইয়া বলেন, শিক্ষার্থীদের দাবি শুনেছি। তারা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আব্দুল হালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর