বিসিসির ১৭ কাউন্সিলরের পদ শূন্যের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে মামলা

বরিশাল ব্যুরো
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৬:১০
-6804c80d8fb91.jpg)
ছবি : সংগৃহীত
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৭ জন নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরের পদ শূন্য ঘোষণার প্রজ্ঞাপন বাতিল চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বরিশালের ১ থেকে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা এ মামলা করেন। আদালতে তারা দাবি করেন, প্রজ্ঞাপনটি আইনবহির্ভূত, অযৌক্তিক ও সংবিধানবিরোধী।
২০২৪ সালের ৫ আগস্ট স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রফিকুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে ১৭ কাউন্সিলরের পদ শূন্য ঘোষণা করা হয়।
মামলায় বলা হয়, কোনো নোটিশ বা কারণ দর্শানোর সুযোগ না দিয়েই জনপ্রতিনিধিদের পদ বাতিল করা হয়েছে, যা ভোটারদের রায়ের প্রতি অবজ্ঞা।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক টুকু বলেন, ‘এটি নজিরবিহীন একটি ঘটনা। সংবিধান ও স্থানীয় সরকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে।’
আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন।
জেআই জুয়েল/এআরএস