Logo

সারাদেশ

চিহ্নিত সন্ত্রাসী জিয়ার পারিবারিক কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৬:২৩

চিহ্নিত সন্ত্রাসী জিয়ার পারিবারিক কবরস্থান থেকে অস্ত্র উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের পুবাইল থেকে আশুলিয়ার চিহ্নিত সন্ত্রাসী জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার দেওয়া তথ্যে পারিবারিক কবরস্থান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি খালি খোসা উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) সকালে সাভার ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

গ্রেপ্তার জিয়া দেওয়ান (৪০) আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকার মোহাম্মদ আলী দেওয়ান নেওয়াজের ছেলে। তিনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। সম্প্রতি একটি কার্টন ফ্যাক্টরির বর্জ্য ব্যবসা নিয়ে বিরোধে জড়ায় জিয়া ও মামুন গ্রুপ। গত ১৭ এপ্রিল জিয়া এলাকায় আধিপত্য দেখাতে দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর থেকেই পুলিশ তার খোঁজে নামে।

১৯ এপ্রিল বিকেলে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা উত্তর ডিবির ওসি মো. জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

হাসান ভুঁইয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর