ঘরে ঘরে গুদাম
ভরা মৌসুমেই পেঁয়াজের দ্বিগুণ দাম

আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৬:৪৩
-6804cfdf56baa.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চাহিদার তুলনায় এক লাখ ৭৩ হাজার মেট্রিক টন বেশি উৎপাদন হলেও কুষ্টিয়ায় এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। রমজানে যে পেঁয়াজ কেজিপ্রতি ২০ টাকায় বিক্রি হয়েছে, এখন তা পাইকারিতে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, মৌসুমে পর্যাপ্ত সরবরাহ থাকলেও কিছু অসাধু মজুতদার বাজারে সংকট তৈরি করছে। এক শ্রেণির ব্যবসায়ী চাষিদের কাছ থেকে সস্তায় পেঁয়াজ কিনে গুদামজাত করছেন। চাষিরাও অধিক মুনাফার আশায় পেঁয়াজ বাজারে না তুলে বাড়িতে মজুত করে রাখছেন।
পৌর বাজারের এক ব্যবসায়ী বলেন, প্রতিদিনই পেঁয়াজের দাম মণপ্রতি ২০০-৪০০ টাকা করে বাড়ছে। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ কমে যাচ্ছে।
কদম আলী নামের এক পেঁয়াজ ব্যবসায়ী বলেন, ‘পুরোনো একটি সিন্ডিকেট আবার সক্রিয় হয়েছে। ভারত থেকে আমদানি বন্ধের সুযোগ নিয়ে তারা বাজারে অস্থিরতা তৈরি করছে।’ তিনি অভিযোগ করেন, এই চক্রটি আগাম জুলাই-আগস্টে দ্বিগুণ দামে পেঁয়াজ বিক্রির লক্ষ্যে ভরা মৌসুমেই ব্যাপক মজুত শুরু করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে। কাদের কারণে দাম বাড়ছে, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস