Logo

সারাদেশ

রাজশাহীতে ব্যবসায়ীর ম্যানেজারের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৭:২৭

রাজশাহীতে ব্যবসায়ীর ম্যানেজারের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাই

ছবি : বাংলাদেশের খবর

রাজশাহীতে এক ব্যবসায়ীর ম্যানেজারের কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে নগরীর ঘোড়ামারা পোস্ট অফিসের পেছনের সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিলায়েন্স অটোর ম্যানেজার দিলিপ কুমার কুমারপাড়ায় মালিক নিপু ঘোষের বাসা থেকে ১২ লাখ টাকা ব্যাগে করে রিকশায় করে শিরোইল বাস টার্মিনালের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলে আসা দুই যুবক রিকশা থামিয়ে তাঁর চোখে স্প্রে ছিটিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

ধস্তাধস্তির সময় ব্যাগ থেকে প্রায় ২ লাখ টাকা রাস্তায় পড়ে যায়। ছিনতাইকারীরা বাকি ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর রিকশাচালকও পালিয়ে যান।

বোয়ালিয়া থানার ওসি মুসতার আহমেদ বলেন, আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ম্যানেজার এখন পুলিশ হেফাজতে রয়েছেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর