অপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৭:৪১
-6804dd643ab09.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত পাঁচ শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি এবং রাঙামাটির কাউখালীতে এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
রোববার (২০ এপ্রিল) বিকেলে বান্দরবান প্রেসক্লাবের সামনে আদিবাসী ছাত্র সমাজ এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, পাঁচদিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনো অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করতে পারেনি। অপহরণ ও ধর্ষণের মতো ঘটনা পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার প্রমাণ।
তাঁরা আরও বলেন, কাউখালীতে এক পাহাড়ি ছাত্রী ধর্ষণের শিকার হলেও অভিযুক্তরা এখনো ধরা-ছোঁয়ার বাইরে। ভুক্তভোগীরা থানায় গিয়েও অভিযোগ করতে ভয় পান।
সমাবেশে উপস্থিত ছিলেন উসিংম্যা মার্মা, পায়াং ম্রো, উলিসিং মার্মা, বিতন তঞ্চঙ্গ্যা, জন ত্রিপুরা, অংশৈসিং মার্মা, উশৈহ্লা মার্মাসহ বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সকালে খাগড়াছড়ির কুকিছড়া থেকে অটোরিকশাযোগে সদর যাওয়ার পথে গিরিফুল এলাকায় গাড়ি থামিয়ে সন্ত্রাসীরা চালক ও পাঁচ শিক্ষার্থীকে তুলে নেয়। পরে চালককে ছেড়ে দেওয়া হলেও শিক্ষার্থীরা এখনো নিখোঁজ।
অপহৃত শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র রিশন চাকমা (আন্তর্জাতিক সম্পর্ক), মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা (চারুকলা), দিব্যি চাকমা (নাট্যকলা) এবং লংঙি ম্রো (প্রাণীবিদ্যা)।
সোহেল কান্তি নাথ/এআরএস