Logo

সারাদেশ

চাঁদপুরে আইসক্রিম-দই তৈরিতে অনিয়ম, ব্যবসায়ীকে জরিমানা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:১৩

চাঁদপুরে আইসক্রিম-দই তৈরিতে অনিয়ম, ব্যবসায়ীকে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম ও দই তৈরি করায় মেসার্স মুজাহিদ ট্রেডার্সের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছাড়া আইসক্রিম এবং দই তৈরি করায় মেসার্স মুজাহিদ ট্রেডার্সের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।

এ সময় স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম, ক্যাব চাঁদপুরের প্রতিনিধি বিপ্লব সরকার ও পুলিশ বিভাগের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

আলআমিন ভূঁইয়া/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর