Logo

সারাদেশ

করলা চাষে মহিউদ্দিনের ভাগ্যবদল

Icon

আরিফুল ইসলাম সাগর, বাউফল (পটুয়াখালী)

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:১৯

করলা চাষে মহিউদ্দিনের ভাগ্যবদল

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফল উপজেলার পাতারপোল গ্রামের যুবক মো. মহিউদ্দিন টিপু (৩০) এখন কৃষিক্ষেত্রে পরিচিত নাম। নানা চড়াই-উতরাই পার করে, আজ তিনি সফল করলা চাষি। তাঁর জীবনযাত্রার পরিবর্তন আজ অনেক তরুণের জন্য অনুপ্রেরণা।

কর্মজীবনের শুরুতে মহিউদ্দিন সরকারি চাকরি পাওয়ার জন্য প্রতারণার শিকার হন। এরপর ঢাকা শহরে বায়িং হাউজে কাজ শুরু করলেও তা ছিল অস্থির। কিছুদিন পর, স্ত্রী মোসাম্মাত ফাতেমার পরামর্শে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন এবং কৃষিতে হাত দেন। প্রথমে ছোট পরিসরে করলা চাষ শুরু করলেও এখন তার দুই খণ্ড জমিতে প্রায় ১২০০টি করলা গাছ রয়েছে। প্রতি সপ্তাহে তিনি ২০-২৫ হাজার টাকা আয় করেন, মাসে ১ লাখ টাকা পর্যন্ত। পাশাপাশি, লাউ, চিচিঙ্গা, টমেটো ও লাল শাকসহ বিভিন্ন সবজি চাষ করছেন।

মহিউদ্দিন বলেন, ‘শুরুতে কোনো পুঁজি ছিল না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ্ আমরা ভালো আছি। ৫০ শতক জমিতে ৩ লাখ টাকার করলা বিক্রি করেছি।’ তবে, বাজারে সিন্ডিকেটের কারণে দাম কমে যায়, যার সমাধান চেয়েছেন তিনি।

মহিউদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম জানান, শুরুতে টিউশনি ও সেলাই মেশিনের কাজ করে সংসার চালালেও এখন তারা ভালো আছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন জানান, মহিউদ্দিনের করলা চাষে কৃষি অফিস সহযোগিতা প্রদান করে। তাঁর সফলতা দেখে পার্শ্ববর্তী কৃষকরাও এখন উচ্চমূল্যের সবজি চাষে আগ্রহী।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর