ফ্রিজে হাত, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই শিশুর

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:৩০

ছবি : বাংলাদেশের খবর
রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাইফা (৭) ও হামিদা (৮)। তাঁরা মামাতো-ফুফাতো ভাইবোন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, দুপুরে শিশু দুটি বাড়ির ভেতরে খেলছিল। খেলার ছলে ফ্রিজের বৈদ্যুতিক সংযোগে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাসার লোকজন পরে বিষয়টি টের পান।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এআরএস