মানিকগঞ্জে সরকারি প্রকল্পের মাটি বিক্রি, ভেকু চালককে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:৩৬
-6804ea40ed8c3.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মানিকগঞ্জ পৌরসভার অন্তর্গত গঙ্গাধার পট্টি এলাকায় খাল সৌন্দর্য বর্ধন প্রকল্পের মাটি অবৈধভাবে উত্তোলন করে বিক্রির অভিযোগে আব্দুল হালিম নামের এক এক্সাভেটর (ভেকু) চালককে আটক করে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে জরিমানা করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন।
এর আগে শনিবার রাতে মাটি অবৈধভাবে উত্তোলন ও বিক্রির অভিযোগে এক্সাভেটর (ভেকু) চালক এবং ট্রাক চালককে আটক করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, অবৈধভাবে মাটি বাইরে বিক্রি করার দায়ে ২ জনকে আটক করা হয়েছে। একজন ভেকু ড্রাইভার ও আরেকজন ট্রাক ড্রাইভার। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ মেজবাহ উল সাবেরিন বলেন, তাদের সতর্ক করা হয়েছে। এর সাথে কারা জড়িত তাদের পাওয়া যায়নি। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আফ্রিদি আহাম্মেদ/এআরএস/এমবি