Logo

সারাদেশ

কুষ্টিয়ায় নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:৩৮

কুষ্টিয়ায় নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সোন্দাহ নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের চত্বর থেকে স্বাধীন হোসেন (২৪) নামে এক নৈশপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) সকালে আম গাছের ডালে তার মরদেহ পাওয়া যায়।

স্বাধীন হোসেন মাঠপাড়া এলাকার আকমল হোসেনের ছেলে এবং ওই বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ জানান, প্রাথমিকভাবে গলায় ফাঁস দেওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর