জগন্নাথপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৮

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:৪২

ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের নন্দিরগাঁও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর শুরু হওয়া এই উত্তেজনা শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ফের সংঘর্ষে রূপ নেয়।
আহতদের মধ্যে আকমল হোসেন (৩০), আজমল হোসেন (২৭), আবদান হোসেন (৩৭), তাজমল হোসেন (২৪) প্রমুখ রয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, ফজর আলী ও আব্দুর নুরের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। তারা অভিযোগ করেন, আব্দুর নুর ও তার সহযোগীরা দেশি-বিদেশি অস্ত্র নিয়ে মনির মিয়ার বাড়িতে হামলা চালায়, যেখানে নারীসহ কয়েকজন আহত হন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এআরএস