ভুল কীটনাশকে ৪০ শতাংশ জমির ধান নষ্ট, ক্ষতিপূরণ চান কৃষক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:৪৬
-6804ecb700f79.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি বাজারের সিজান ট্রেডার্স থেকে ভুল কীটনাশক নেওয়ার কারণে ৪০ শতাংশ জমির ধান নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এক কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকের দাবি, দোকান মালিক শফিকুল ইসলাম ও তার ছেলে সিজান হোসেনের গাফিলতিতে তিনি এভাবে ক্ষতির মুখে পড়েছেন।
ভুক্তভোগী কৃষক মো. পুটু মিয়া বলেন, ২৫ এপ্রিল করচি (ঘাস) নিধনের জন্য দোকান থেকে কীটনাশক কেনেন তিনি। কিন্তু ভুল ওষুধ দেওয়ায় দুই-তিন দিনের মধ্যেই ধানগাছ শুকিয়ে মরে যেতে থাকে। পরে দোকান মালিককে বিষয়টি জানালে তিনি নতুন ওষুধ দেন, কিন্তু তাতেও ফল হয়নি।
পুটু মিয়া বলেন, ‘এ জমির ধান বিক্রি করেই সংসার চলে। ফসল নষ্ট হয়ে যাওয়ায় এখন পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি। দোকানদার নানা অজুহাতে দায় এড়াতে চাইছেন।’
স্থানীয়রা অভিযোগ করেন, সিজান ট্রেডার্সের গাফিলতিতে কৃষকরা নিয়মিত ক্ষতির মুখে পড়ছেন। তারা এ ঘটনায় যথাযথ তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানান।
দোকান মালিক শফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
আব্দুল ওয়াদুদ/এআরএস