কটিয়াদীতে অনুমোদনহীন মেলা বন্ধ করল প্রশাসন

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:৫৬
-6804eee5eae63.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে প্রশাসনের অনুমোদন ছাড়াই শুরু হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) থেকে মেলাটি শুরু হলেও অনুমোদন না থাকায় শনিবার (১৯ এপ্রিল) দুপুরে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম সরেজমিনে গিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন।
জানা গেছে, এসএসসি পরীক্ষা কেন্দ্রের পাশে মেলা বসানো নিয়ে স্থানীয় বিএনপি, ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত আপত্তি জানানো হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মেলা বন্ধের নির্দেশ দেন।
তবে নির্দেশ উপেক্ষা করে মেলা চালু থাকায় শনিবার সকালে কটিয়াদী পৌর বিএনপির কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মেলার নামে অশ্লীলতা ও শিক্ষার পরিবেশ নষ্টের অভিযোগ তুলে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এআরএস