মণিরামপুরে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৮:৫৯
-6804efd5e0f94.jpg)
ছবি : বাংলাদেশের খবর
যশোরের মণিরামপুর উপজেলাসহ ভবদহ অঞ্চলে এবার বোরো ধানে বাম্পার ফলন হয়েছে। জলাবদ্ধতা কবলিত বিলগুলো থেকে কৃষকেরা নিজেদের উদ্যোগে পানি নিষ্কাশন করে আবাদ করায় তারা কাঙ্ক্ষিত ফলন পেয়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২৬ হাজার ৯০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার মধ্যে হাইব্রিড জাতের ধান ৫ হাজার ৭১৫ হেক্টর এবং উফশী জাতের ধান ২১ হাজার ১৮৫ হেক্টরে চাষ হয়েছে।
স্থানীয় কৃষকেরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায়, সার, সেচ ও পরিচর্যার যথাযথ ব্যবস্থায় ফলন ভালো হয়েছে। কেউ কেউ কাঠা প্রতি প্রায় দুই মণ হারে ধান পেয়েছেন।
প্রণোদনার আওতায় উপজেলার ৯ হাজারের বেশি কৃষককে বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে। যদিও সেচের খরচ, সার-কীটনাশকের দাম এবং শ্রমিক সংকটে কৃষকদের ব্যয় বেড়েছে, তবে ধানের বাজারমূল্য ভালো থাকায় তারা সন্তুষ্ট।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আকতার জানান, চাষাবাদ ও ফলন—দুই দিক থেকেই এবারের বোরো মৌসুম আশাব্যঞ্জক। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, কৃষি বিভাগের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে কার্যকর সহায়তা নিশ্চিত হওয়ায় ফলন ভালো হয়েছে।
জাহাঙ্গীর আলম/এআরএস