চকরিয়ায় অপহৃত ব্যবসায়ী বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১৯:১২
-6804f2dbc6d71.jpg)
ছবি : সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় অপহরণের ১৪ দিন পর জিয়া উদ্দিন কাজল (৪৫) নামে এক ব্যবসায়ীকে বস্তাবন্দি অবস্থায় জীবিত উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) সকালে উপজেলার বানিয়ারছড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে চকরিয়ার খুটাখালী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় ৯ এপ্রিল চকরিয়া থানায় একটি মামলা করেন তার স্ত্রী নুসরাত জাহান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী কাজলকে অপহরণ করা হয়। পুলিশি নজরদারি ও অভিযানের মুখে অপহরণকারীরা তাকে ছেড়ে পালিয়ে যায়। তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ইমতিয়াজ/এআরএস