Logo

সারাদেশ

শ্রীপুরে বৈধ লাইসেন্স না থাকায় রিসোর্টকে টাকা জরিমানা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২০:৩১

শ্রীপুরে বৈধ লাইসেন্স না থাকায় রিসোর্টকে টাকা জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে বৈধ লাইসেন্স না থাকায় মাটির মায়া ইকো রিসোর্ট কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার উত্তর পেলাইদ গ্রামে এ জরিমানা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের মেজিস্ট্রেট মো. শহীদ উল্লাহ অভিযান পরিচালনা করেন। রিসোর্ট কর্তৃপক্ষ তাদের ব্যবসা পরিচালনার জন্য বৈধ লাইসেন্স প্রদর্শন করতে পারেনি। যার কারণে আইনের আওতায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানান, লাইসেন্স না থাকার কারণে রিসোর্ট কর্তৃপক্ষকে জরিমানা করা হয়েছে।

সোহেল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর