ওয়্যারড্রবে লুকানো গুলি ও চাপাতি, যুবক গ্রেপ্তার

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২০:৩৬
-6805065682fd7.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সাভারের একটি বাসায় অভিযান চালিয়ে ওয়্যারড্রব থেকে ৬ রাউন্ড গুলি, একটি চাপাতি ও চাকু উদ্ধার করেছে পুলিশ। এ সময় ইমাম হোসেন ইফতি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে রাজাশন এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার (২০ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানা ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠায়।
পুলিশ জানায়, ইমাম হোসেন ইফতির বাসায় অভিযান চালিয়ে ৪ রাউন্ড শর্টগানের গুলি, ১ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, ১ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ২টি গুলির খোসা, একটি চাপাতি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির জানান, ইফতির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
হাসান ভূঁইয়া/এআরএস