ঢাকায় দুর্নীতির পরিস্থিতি উদ্বেগজনক : দুদক চেয়ারম্যান

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২০:৫৮
-68050b7937689.jpg)
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি : সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘নীলফামারীতে দুর্নীতির প্রকোপ কম, তবে ঢাকার পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আমাদের প্রথম কাজ হওয়া উচিত, ভবিষ্যতে দুর্নীতি যাতে না হয়, সেজন্য সতর্ক থাকা। যদি আমরা দুর্নীতির বিরুদ্ধে না দাঁড়াই, তবে সংকট সহজে কাটবে না।’
রোববার (২০ এপ্রিল) নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর দুদকের আয়োজিত গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা যদি দুর্নীতিবাজদের ঘৃণা না করতে পারি, তবে দুর্নীতি দূর করা সম্ভব নয়। আমাদের কমিটমেন্ট থাকতে হবে, যাতে জনগণের ঋণ শোধ করতে পারি।’
গণশুনানীতে ৮১টি অভিযোগের মধ্যে ৫৭টি নিষ্পত্তি করা হয়। এর মধ্যে সদর উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানীকে ভূয়া বিল ভাউচার তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগে অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এছাড়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী বোরহান উদ্দিনকে বিভিন্ন বিদ্যালয় থেকে অর্থ আদায়ের অভিযোগে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী, মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, রংপুর বিভাগীয় পরিচালক মো. তালেবুর রহমান উপস্থিত ছিলেন।
এআরএস