Logo

সারাদেশ

ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২১:০৮

ধামরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদ চত্বরে একটি নির্মাণাধীন ভবনের টয়লেট থেকে মো. মনু মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নিহত মনু মিয়া টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়াসী পাইকপাড়া গ্রামের আব্দুর রহমান বেপারীর ছেলে। স্থানীয়রা সন্ধ্যা ৬টার দিকে ভবনের চতুর্থ তলার টয়লেটের ভিতরে মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহেটি একাধিক ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত ছিল।

ওসি মনিরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর