উখিয়ায় চাকমা নারীকে ধর্ষণচেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ২১:১২
-68050ed32be5e.jpg)
ছবি : সংগৃহীত
কক্সবাজারের উখিয়া উপজেলার তেলখোলায় চাকমা নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে পালংখালী ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক যুবকের নাম ছৈয়দুল ইসলাম। তিনি ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সুলতান আহমদের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ছৈয়দুল ইসলাম ওই চাকমা নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে, তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। এরপর যুবকটিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস