নির্দোষ পারভেজের উদ্বেগের ২৪ ঘণ্টা ফিরিয়ে দেবে কে

সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৮:০৮

সিলেটের দলদলি চা বাগানে চাঞ্চল্যকর কিশোর হত্যা মামলার প্রধান অভিযুক্তের নাম পারভেজ। শুধু নামের মিল থাকায় নির্দোষ এক পারভেজকে শনিবার (১৯ এপ্রিল) ধরে নিয়ে যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
তবে শনিবার দিবাগত রাতে আসল অভিযুক্ত পারভেজকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারপরই বিষয়টি সামনে আসে এবং নির্দোষ পারভেজকে একদিন পর ছেড়ে দেওয়া হয়।
এ অবস্থায় সচেতন সিলেটবাসীর প্রশ্ন, নির্দোষ পারভেজের উদ্বেগের ২৪ ঘণ্টা ফিরিয়ে দেবে কে?
গত মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেট মহানগরের শাহী ঈদগাহ খেলার মাঠের পেছনে এয়ারপোর্ট থানাধীন দলদলি চা বাগানে ছুরিকাঘাতে খুন হন তুষার আহমদ চৌধুরী (১৯) নামের এক তরুণ। তিনি মহানগরের রায়নগর এলাকার অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে এবং একটি কলেজের শিক্ষার্থী।
ঘটনার রাতেই জাবেদ আহমদ (২৩) নামের অভিযুক্ত তরুণকে মহানগরের আম্বরখানা এলাকার একটি বাসা থেকে আটক করে পুলিশ। তিনি শাহী ঈদগাহ এলাকার হাজারিভাগস্থ ৪১ নম্বর বাসার মৃত সমছু মিয়ার ছেলে।
নিহত তুষারের বাবার দায়ের করা মামলার এজাহারে ৩ আসামির মধ্যে একজন জাবেদ। বাকি দু’জন ছিলেন, সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর এলাকার মো. সুনাফর আলী সানোয়ারের ছেলে পারভেজ (২০) ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রন্নারচর গ্রামের সোমলাল দাসের ছেলে রাজু দাস (২৩)।
এ দু’জনের মধ্যে পারভেজ সিলেট এয়ারপোর্ট থানাধীন কলবাখানী ও রাজু কোতোয়ালি থানাধীন বাগবাড়ি বসবাস করতেন।
কথা-কাটাকাটির একপর্যায়ে ওই রাতে এ তিনজন তুষারকে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর জাবেদকে গ্রেপ্তার করে এজাহারভুক্ত বাকি দু’জনকে ধরতে অভিযান অব্যাহত রাখে পুলিশ।
তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে- এ দু’জন গাজীপুরে অবস্থান করছে। শনিবার সকাল থেকেই তাদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। কিন্তু এরই মধ্যে শনিবার বিকালে র্যাব-৯ এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে জানায়, তুষার হত্যা মামলার প্রধান আসামি পারভেজকে মহানগরের জিন্দাবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিজ্ঞপ্তির আলোকে সংবাদমাধ্যগুলো গুরুত্বের সঙ্গে সংবাদটি প্রকাশ করে।
কিন্তু রোববার (২০ এপ্রিল) বিকেলে সংবাদমাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) প্রেস বিজ্ঞপ্তি পাঠায়, তারা শনিবার রাত ২টার দিকে ঢাকার পূর্বাচল সংলগ্ন গাজীপুর জেলার কালিগঞ্জ থানাধীন একটি এলাকা থেকে তুষার হত্যার প্রধান আসামি পারভেজ ও সহযোগী রাজুকে গ্রেপ্তার করেছে।
তবে এর আগেই দুপুর ২টার দিকে নির্দোষ সেই পারভেজকে ছেড়ে দেয় পুলিশ। এই পারভেজ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পরজাতপুর গ্রামের তাজুদ মিয়ার ছেলে। তিনি সিলেটের জিন্দাবাজার এলাকার একটি দোকানের কর্মচারী ও মহনগরের ঘাসিটুলার বাসিন্দা।
নির্দোষ পারভেজকে কী তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগের সরকারি মুঠোফোনে রোববার সন্ধ্যায় একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
রেজাউল হক ডালিম/এমজে