সুনামগঞ্জে মেডিকেল 'শিক্ষার্থীদের ওপর হামলার' নিন্দা জেলা ছাত্রশিবিরের

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০৯:১০

ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চলমান শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে যৌক্তিক দাবিসমূহ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখা।
রোববার (২০ এপ্রিল) জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তুহিন ও সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, ‘সুনামগঞ্জ মেডিকেল কলেজ দেশের চিকিৎসা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ইতোমধ্যে স্বল্প সুবিধা নিয়েও দেশের উত্তরপূর্ব অঞ্চলে এর সুনাম ছড়িয়ে পড়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এখনো নিয়মিত ওয়ার্ড ক্লাস চালু না হওয়া, পূর্ণাঙ্গ হাসপাতাল কার্যক্রম শুরু না হওয়া এবং পরিবহন সংকটের মতো মৌলিক সমস্যাগুলো এ প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশকে চরমভাবে ব্যাহত করছে। এর ফলে শিক্ষার্থীরা যেমন মানসম্মত প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি ভবিষ্যতে দেশের স্বাস্থ্যখাতেও যোগ্য ও দক্ষ চিকিৎসক প্রাপ্তি থেকে বঞ্চিত হবে।’
তারা আরও বলেন, এ বাস্তব সংকটের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা গত ১৪ এপ্রিল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের ন্যায্য দাবি তুলে ধরছে। আমরা এ আন্দোলনের প্রতি সংহতি জানাই এবং দ্রুত সংকট নিরসনে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছি।’
জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আবদুল মমিন স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ‘মেডিকেল শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলোকে উপেক্ষা করে সংকট দীর্ঘস্থায়ী করা যুক্তিযুক্ত নয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ, জাতীয় স্বার্থ এবং জনস্বাস্থ্যের দিক বিবেচনায় নিয়ে দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয় যে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনস্বার্থ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’
আব্দুল হালিম/এমবি