
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের উখিয়ায় দোকান ভাড়া নিয়ে বিরোধে মো. ইকবাল (৫০) নামে এক কলেজ শিক্ষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মো. শরিফ ওরফে বট্টল (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইকবাল উখিয়া ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তিনি স্থানীয় সাংবাদিক ইফতিয়াজ নুর নিশানের বাবা।
সোমবার (২০ এপ্রিল) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটক শরিফ রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব সিকদার বিল এলাকার শামসুল আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়ির সামনে দোকান ভাড়া নিয়ে ইকবালের সঙ্গে শরিফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শরিফ উত্তেজিত হয়ে ইকবালের ওপর হামলা চালায়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও এলাকাবাসী ইকবালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল একই ইউনিয়নে জমির সীমানা-সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ চারজন খুন হন।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি