ফেনীতে ছাত্রদের ওপর হামলা : ‘অর্থের যোগানদাতা’ ব্যবসায়ী গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:৪৬

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় অর্থের যোগানদাতার অভিযোগে এক আবাসন ব্যবসায়ী এম ফখরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ফেনীর সোনাগাজী উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের লন্ডনীপাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।
এম ফখরুল ইসলাম ঢাকার আবাসন ব্যবসায়ী ও ইনটেক প্রোপার্টিজ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরছান্দিয়া গ্রামের লন্ডনীপাড়াস্থ মরহুম আব্দুল হালিম মেম্বারের ছেলে।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় অর্থের যোগানদাতা হিসেবে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ।
জানা যায়, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বড় ভাই মিজানকে আটক করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে রাত ৩টায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে তাদের ঘর থেকে একটি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ এম ফখরুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তার ভাই মিজানের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টিও তিনি জানিয়েছেন।
এমরান পাটোয়ারী/এমবি