Logo

সারাদেশ

কিশোরগঞ্জে কৃষক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৩:৩৪

কিশোরগঞ্জে কৃষক লীগ নেতা জুয়েল গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে কটিয়াদী উপজেলার চৈতারভিটা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, জুয়েলের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন অপতৎপরতার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগও রয়েছে।

মিজানুর রহমান/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর