Logo

সারাদেশ

নওগাঁয় আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৪:৩৭

নওগাঁয় আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁর রাণীনগর অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দীনকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২১ এপ্রিল) সকালে গ্রেপ্তার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মফিজ উদ্দীন উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত কোকাই প্রামাণিকের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, গত ২৬ আগস্ট উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

ওই মামলার সঙ্গে জড়িত সন্দেহে আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এম এ রাজ্জাক/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর