বাগেরহাটে মাংসের ওজনে কারচুপি, তিন দোকানে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৬:১৬
-68061aee8a194.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাগেরহাট শহরের প্রধান কাচাবাজারে অতিরিক্ত দাম, ওজনে কম দেওয়া ও নোংরা পরিবেশে গরু জবাইয়ের অভিযোগে তিনটি মাংসের দোকানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২১ এপ্রিল) সকালে সেনাবাহিনীর সহায়তায় এ অভিযান চালানো হয়।
অভিযানে মাংস ব্যবসায়ী আব্দুস সালামের তিনটি দোকানে গরু ক্রয়ের রশিদ না থাকাসহ সিন্ডিকেটের মাধ্যমে গরু ও খাসির মাংস অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এক কেজি মাংসের দাম ৬০ থেকে ১৫০ টাকা বেশি নেয়ার বিষয়টি উঠে আসে।
এছাড়া, মাংস বিক্রির স্থানগুলোর পরিবেশ ছিল অস্বাস্থ্যকর, যেখানে পশু জবাইয়ের পর রক্ত ও বর্জ্য নদীতে ফেলা হচ্ছিল। ক্রেতা ও অন্যান্য ব্যবসায়ীরা এসব বিষয়ে অভিযোগ জানালে অভিযানে সেনাবাহিনী ও ভোক্তা অধিকার কর্মকর্তারা পৌরসভা কর্তৃপক্ষকেও ডেকে আনে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফা সুলতানা জানান, অধিকাংশ দোকানের ওজন পরিমাপক মেশিন ছিল মেয়াদ উত্তীর্ণ এবং সেখানে ওজনে কারচুপির সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, গরুর মাংসের দাম সহ জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ করা হবে।
এদিন, ফতেপুর বাজারে মাছের আড়তেও ওজনে কম দেওয়ার ও মাছ রঙিন করার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শেখ আবু তালেব/এআরএস