Logo

সারাদেশ

মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

মেহেরপুর প্রতিনিধি :

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৬:৩৮

মেহেরপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে কল্পনা খাতুন(৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) সকালে নিজ ঘর থেকে গৃহবধূ কল্পনার মরদেহ উদ্ধার করে। 

নিহত ব্যক্তি, উপজেলার মুজিবনগর  গ্রামের আসান আলীর স্ত্রী কল্পনা খাতুন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, রোববার (২০ এপ্রিল) রাতে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হয়। সোমবার (২১ এপ্রিল) সকালে তার ঘরের আড়া থেকে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

ওসি বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা এটা আত্মহত্যা।

আকতারুজ্জামান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর