Logo

সারাদেশ

সুন্দরবনে অস্ত্রসহ দস্যু করিম বাহিনীর দুই সহযোগী আটক

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১৬:৫১

সুন্দরবনে অস্ত্রসহ দস্যু করিম বাহিনীর দুই সহযোগী আটক

ছবি : বাংলাদেশের খবর

সুন্দরবনে দস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। উদ্ধার করা হয়েছে বাহিনীর হাতে জিম্মি থাকা দুই জেলেকেও। আটককৃতরা হলেন, খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা শাহজাহান মোল্লা (৪৮) ও বাগেরহাটের মোংলা উপজেলার সুমন হাওলাদার (৩০)।

শনিবার রাতে সুন্দরবনের কামারখোলা ও নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে একটি একনলা বন্দুক, দুটি তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পরে রোববার ভোরে সুন্দরবনের আড়শিবসা নদীর কাছাকাছি এলাকা থেকে পাইকগাছার আজিজুল শেখ (৫৫) ও আলম গাজী (৩৭) নামের দুই জেলেকে উদ্ধার করা হয়। তারা ৮ এপ্রিল থেকে জিম্মি ছিলেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম–উল–হক জানান, আটক ব্যক্তিরা করিম শরীফ বাহিনীর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। তারা বাহিনীকে অস্ত্র ও রসদ সরবরাহ করতেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে দাকোপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

শেখ আবু তালেব/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর