-680624d2c06c1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সুনামগঞ্জ মেডিকেল কলেজে নিজস্ব হাসপাতাল চালু ও পর্যাপ্ত ওয়ার্ড সুবিধার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় কলেজের প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে প্রতীকী রক্তাক্ত অ্যাপ্রোন হাতে কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীদের দাবি, হাসপাতালের পূর্ণাঙ্গ ওয়ার্ড সুবিধা নিশ্চিত করতে ও চিকিৎসাসেবা চালু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে রোডম্যাপ দিতে হবে। সেই সঙ্গে, পূর্বের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার সুষ্ঠু বিচারও চান তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে ৩০ থেকে ৪০ জন আহত হয়েছেন।
এর আগে রোববার (২০ এপ্রিল) সকালে শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় অবরোধ করেন। পুলিশ ব্যর্থ হলে সেনাবাহিনী এসে ৫ মিনিট সময় বেঁধে দেয় রাস্তা ছাড়ার জন্য। শিক্ষার্থীরা তাতে সাড়া না দিলে সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। এতে অনেক শিক্ষার্থী আহত হন।
গত ১৫ এপ্রিল থেকে ধারাবাহিকভাবে ক্লাস বর্জন করে মানববন্ধন, স্মারকলিপি ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
মো. আব্দুল হালিম/এআরএস